২০২২ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে কাতার ও ফিফার কেলেঙ্কারি সবার জানা। এর মধ্যে আলোচনা সরগরম করেছে ইংলিশ একটি গণমাধ্যম।
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব ও ইতালি। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, যৌথভাবে আয়োজন করতে চাইছে দেশ দুটি। পেছন থেকে উৎসাহ যোগাচ্ছে আমেরিকান একটি এজেন্সি।
সংস্থাটির সমর্থনের পাল্লা সৌদি আরবের পক্ষে ভারী। যদি ইতালি ফসকে যায় তাহলে মরক্কো অথবা মিশরের সাথে জুটি বাঁধার কথা বলা হচ্ছে সৌদি আরবকে। ২০৩০ বিশ্বকাপ আয়োজনের দাবিদার অনেকেই আছে।
স্পেন পর্তুগাল, আর্জেন্টিনা, উরুগুয়ে এরই মধ্যে রেসে অন্তর্ভুক্ত হয়ে গেছে। স্পেন ও পর্তুগালের প্রতি প্রাথমিক সমর্থন রয়েছে উয়েফার। শেষ পর্যন্ত কী হবে সেটি বহু দূরের কেচ্ছা, তবে যদি সত্যিই সৌদি আরব ও ইতালি যৌথ আয়োজন করে, তা অবাক করবে বিশ্বকে। দুটো আলাদা মহাদেশ, দূরত্ব বিস্তর।