নতুন সিনেমা মুক্তি পেলে বিশ্বব্যাপি ভক্তদের হলমুখী ছুটোছুটি শুরু হয়! বাংলাদেশে হল ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে পথচলা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। সময়ের বিবর্তনে বেড়েছে এর পরিধি।
ধানমণ্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাওয়ারে আগে থেকেই ছিল দুইটি শাখা। মিরপুরে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন আরেকটি শাখা। মিরপুর ২ নম্বরের সনি সিনেমা হলের জায়গায় সনি স্কয়ারে নির্মিত হয়েছে এটি। এতে মোট তিনটি স্ক্রিন থাকছে। হলের আসন সংখ্যা রয়েছে যথাক্রমে ৪০৮, ২২৫ ও ১৩৬টি।
স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, নান্দনিক পরিবেশ, উন্নত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে নির্মিত হয়েছে মিরপুরের শাখা। ঢাকা শহরের অন্যতম বৃহত্তম এলাকা মিরপুর। এখানকার দর্শকের সুবিধার কথা ভেবে এই মাল্টিপ্লেক্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টার সিনেপ্লেক্সের চতুর্থ শাখা এটি। মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে টিকেটের মূল্য নির্ধারণ করা হবে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করার পরিকল্পনা থাকলেও করোনাপরিস্থিতিতে কোনো আয়োজন হবে না। ১৯ আগস্ট থেকে শুরু হবে টিকেট বিক্রি, ২০ আগস্ট থেকে সিনেমা প্রদর্শন।