২৫ বছর পর আবারও জুটি বাঁধতে যাচ্ছেন দুই বলিউড তারকা মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। রূপালি পর্দায় এই জুটির রসায়ন অনেকের মনে এখনও দাগ কাটে। অভিষেক ভার্মার নতুন চলচ্চিত্রে মাধুরী এবং সঞ্জয় একসঙ্গে অভিনয় করছেন।
এর আগে ব্যক্তিগত ঝামেলার কারণে দু’জন সবসময় দূরত্ব বজায় রেখে চলতেন। কিন্তু অতীতের ঝামেলাকে দূরে সরিয়ে তারা কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন। ধর্ম প্রোডাকশনের ব্যানারে শ্রীদেবী এর আগে ছবিটির জন্য মনোনীত হয়েছিলেন; ছবিতে বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুরের মতো তারকারাও ছিলেন।
কিন্তু বলিউড অভিনেত্রী শ্রীদেবীর অকাল প্রয়াণের কারণে মাধুরীকে ছবির জন্য মনোনীত করা হয়। ইনস্টাগ্রামে শ্রীদেবী-তনয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির শুটিংও শিগগিরই শুরু হবে। জনপ্রিয় এ জুটির ছবি আগামী বছর মুক্তি পাবে বলে নির্মাতা অভিষেক ভার্মা জানিয়েছেন।