৩২০ কোটিতে রাজস্থান রয়্যালসের মালিকানায় নতুন অংশীদার

0
৩২০ কোটিতে রাজস্থান রয়্যালসের মালিকানায় নতুন অংশীদার

আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে এই প্রথম বিদেশি কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগ এল। ফুটবল লীগ ইপিএলের দল লিভারপুলের আংশিক মালিক প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স কিনে নিয়েছে রাজস্থানের ১৫% মালিকানা। টাইগার পেসার মুস্তাফিজুর রহমান এই মৌসুমে আইপিএলে খেলেছেন রাজস্থান দলে।

২০০৮ সালে আয়োজিত আইপিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। দলটির মূল মালিক লন্ডনভিত্তিক ভারতীয় বিনিয়োগকারী মনোজ বাদালের প্রতিষ্ঠান ইমার্জিং মিডিয়া। ইমার্জিং মিডিয়া ও রেডবার্ডের প্রতিষ্ঠাতা জেরি কার্ডিনাল গতকাল যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছেন তাদের রাজস্থানের মালিকানার অংশ কিনে নেওয়ার খবর।
তারা রাজস্থানের ১৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। টাকার অঙ্কটা আনুমানিক ৩ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২০ কোটি টাকা।

জেরি কার্ডিনাল তার বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএল সর্বদা এগিয়ে যাওয়া একটি লিগ, বিশ্বব্যাপী এর দর্শক রয়েছে। ভক্ত সমর্থকদের কীভাবে লিগের সাথে আরও সম্পৃক্ত করা যায়, এ নিয়ে আইপিএল কতৃপক্ষের সুদূরপ্রসারী ভাবনা রয়েছে।’

ভারতীয় সম্প্রচার কোম্পানী স্টার স্পোর্টসের সঙ্গে আইপিএলের পাঁচ বছরের চুক্তি হয়েছিল (২০১৮-২০২২) প্রায় ১৬,৩৪৮ কোটি ভারতীয় রূপিতে!
রাজস্থানের মূল মালিক বাদাল জানা, ‘এই চুক্তি দ্বারাই বোঝা যায় আইপিএলের আকর্ষণ কতটা বেশি, বিনিয়োগটি আইপিএল নিয়ে বৈশ্বিক আগ্রহ আর বিনিয়োগের জায়গা হিসেবে বিশ্বে ভারতকে নিয়ে আকর্ষণ কত বেশি, সেটারই সাক্ষ্য দেয়।’

চুক্তির সঙ্গে সম্পৃক্ত একটি পক্ষ সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, রেডবার্ডের এই বিনিয়োগের কারণে ফ্র্যাঞ্চাইজিটির দাম বর্তমানে দাঁড়াচ্ছে প্রায় ২৫ থেকে ৩০ কোটি মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২০০ থেকে ২৫০০ কোটি টাকা!

গতকাল প্রকাশিত বিবৃতিতে মূল মালিকপক্ষ ইমার্জিং মিডিয়া জানিয়েছে, কিছুদিন আগে তারা এই চুক্তির বাইরে আলাদাভাবে রাজস্থানে তাদের মালিকানাস্বত্ত্বের পরিমাণ ৫১ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করে নিয়েছে।

রাজস্থানের মালিকানায় যোগ দেওয়া রেডবার্ড এবছরের এপ্রিলে লিভারপুলের মূল মালিক প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) সঙ্গে যোগ দেয়। ফ্রেঞ্চ লিগ লীগ-ওয়ানের দল তুলুজের মালিকানার সিংহভাগও রেডবার্ডের দখলে।