টি-১০ ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ এ দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।
গত রোববার দুবাইয়ে টুর্নামেন্টের নিলাম হয়। ৩০০ ক্রিকেটারকে নিয়ে হওয়া নিলামে দল পান বাংলাদেশের এই তিন ক্রিকেটার।
তবে নিলামের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। তাকে নিয়েছে কেরালা কিংস।
দলটির কোচ হিসেবে থাকছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। দলের আইকন ক্রিকেটার ওয়েন মর্গ্যান।
এ ছাড়াও দলে আছেন কাইরন পোলার্ড, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভির।
নিলামের দ্বিতীয় ডাক পান তামিম। তাকে নিয়েছে পাখতুনস। দলটির আইকন ক্রিকেটার শহিদ আফ্রিদি।
এ ছাড়াও দলে আছেন ফখর জামান, আহমেদ শেহজাদ ও ডোয়াইন স্মিথ।
সাকিব ও তামিম দুজনই ছিলেন পারিশ্রমিকের শীর্ষ ক্যাটাগরিতে। ৩০ হাজার ডলার পারিশ্রমিক হাঁকিয়ে দলে ভেড়ানো হয় তাদের।
মোস্তাফিজকে নিয়েছে বেঙ্গল টাইগার্স। দলটির আইকন ক্রিকেটার সরফরাজ আহমেদ।
এ ছাড়াও দলে ভেড়ানো হয়েছে ড্যারেন স্যামি, আন্দ্রে ফ্লেচার, সুনিল নারাইনদের।
আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এর আগে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর টুর্নামেন্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ছয়টি দলকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। ১০ ওভার করে এই টুর্নামেন্টের প্রতি ইনিংসের সময় থাকবে ৪৫ মিনিট।