৫০ বছরেরও আগে বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর(আইএএফ)একটি বিমান এবং বিমানসেনার মরদেহের সন্ধান মিলেছে।
ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশে এই বিমানটির সন্ধান মিলেছে। গতকাল শনিবার ভারতীয় কর্তৃপক্ষের সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে বিধ্বস্ত হয়েছিল। বিমানটি ধ্বংসাবশেষের যেখানে সন্ধান মিলেছে এটি সেখানেই সেসময় বিধ্বস্ত হয়েছিল।
সূত্রটি জানায়, একদল পর্বতারোহী ‘চন্দ্রভাগা-১৩’ পর্বতশীর্ষে আরোহনের সময় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। সেখানে তারা বিধ্বস্ত বিমানটি এবং জমাট বাঁধা(হিমায়িত)অবস্থায় একটি মরদেহ দেখতে পায়।
তথ্য সূত্রে জানা গেছে, এএন-১২ বিমানটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরী। ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারী বিমানটি নিখোঁজ হয়ে যায়। ভারতের লেহ এলাকা থেকে চন্ডিগড় যাওয়ার পথে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাইলট পথ হারিয়ে ফেলেন।
সূত্র: সিনহুয়া