১. পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট। বিভাগ রেডিওগ্রাফি। পদের সংখ্যা ৩টি। চাকরির গ্রেড ১১। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
২. পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট। বিভাগ ল্যাবরেটরি। পদের সংখ্যা ১৫টি। চাকরির গ্রেড ১১। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
৩. পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট। বিভাগ প্যাথ-বিটি। পদের সংখ্যা ৬টি। চাকরির গ্রেড ১১। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
৪. পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট। বিভাগ ডেন্টাল। পদের সংখ্যা ৭টি। চাকরির গ্রেড ১১। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
৫. পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট। বিভাগ ফিজিওথেরাপিস্ট। পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ১১। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
৬. পদের নাম ফার্মাসিস্ট। পদের সংখ্যা ৭টি। চাকরির গ্রেড ১১। বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা। প্রার্থীকে ফার্মেসি বিষয়ে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
৭. পদের নাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড ১৩। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা। প্রার্থীকে বিজ্ঞানে স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
৮. পদের নাম মিডওয়াইফ। পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৫। বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা। প্রার্থীকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
৯. পদের নাম ক্যাশিয়ার। পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে বাণিজ্য বিভাগে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
১০. পদের নাম স্টুয়ার্ড। পদের সংখ্যা ১টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
১১. পদের নাম ওয়ার্ড মাস্টার। পদের সংখ্যা ৪টি। চাকরির গ্রেড ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে বাণিজ্য বিভাগে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
১২. পদের নাম ড্রাইভার। পদের সংখ্যা ২টি। চাকরির গ্রেড হালকা লাইসেন্স ১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। ভারী লাইসেন্স ১৫। বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা। প্রার্থীকে জেএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
বয়স
২০২১ সালের ৩০ আগস্ট প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহীরা (http://cph.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু ৯ আগস্ট থেকে এবং শেষ সময় ৩০ আগস্ট।