৯৬ জন নেবে পল্লী বিদ্যুৎ

0
৯৬ জন নেবে পল্লী বিদ্যুৎ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৯৬ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে দুটি পদে ৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। পদ দুটো হলো– সহকারী মহাব্যবস্থাপক (ওঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি) এবং সহকারী মহাব্যবস্থাপক (আইটি)। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহীরা আগামী ২২ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

সহকারী মহাব্যবস্থাপক (ওঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি)
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী মহাব্যবস্থাপক (ওঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি) হিসেবে নিয়োগ দেওয়া হবে ২৩ জনকে। শিক্ষানবিশকালে বেতন ৪১ হাজার ৮০০ টাকা। শিক্ষানবিশ সময় শেষে নিয়মিত হলে বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ৪৩ হাজার ৫০০ টাকা। এই পদে আবেদন করতে হলে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

সহকারী মহাব্যবস্থাপক (আইটি)
সহকারী মহাব্যবস্থাপক (আইটি) পদে নিয়োগ দেওয়া হবে ৭৩ জন। শিক্ষানবিশকালে বেতন ৪১ হাজার ৮০০ টাকা। আর নিয়মিত হলে বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ৪৩ হাজার ৫০০ টাকা। আবেদনের জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং অথবা অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স- এ চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।

আবেদন পদ্ধতি: যোগ্যতা পূরণসাপেক্ষে আগ্রহীরা http://brebr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে http://reb.portal.gov.bd/sites/default/files/files/reb.portal.gov.bd/page/4abc780c_1167_4dce_adf1_40fcefa3da22/2021-06-17-11-35-be4643615d4902ac130a0dbd66b92968.pdf