ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৩

0
Diya Mirza
Diya Mirza

Sunny Leone
Sunny Leone

এন্ড লাস্ট বা নট লিস্ট Sunny Leone। একদম কসম খাইয়া কইতাসি ভাই আমি পর্নস্টার সানির ফ্যান ছিলাম না কোনদিন। বলিউডে আসার পর তার ফ্যান হইসি। এরকম দারুণ চেহারা আর ফিগার সম্পন্ন পাটাকা প্যাকেজ বলিউডে দ্বিতীয় আর একটাও আছে! জোস! হাসেন ভাই হাসেন।

Diya Mirza
Diya Mirza

Anne Hathaway এর Doppelganger। RHTDM আমার খুব প্রিয় য়একটি ছবি যেখানে প্রথম তাকে চিনি। কি সাংঘাতিক। প্রাকৃতিক সুন্দরী যাকে বলে।

Cate Blanchet
Cate Blanchet

মাল্টিট্যালেন্টেড অভিনেত্রী। গডেস থেকে শুরু করে সুপারভিলেন। বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করতে দেখেছি আমরা তাকে। আমার সবচাইতে ব্যতিক্রম ক্রাশ। ব্যতিক্রম এই কারণে যে এখনো পর্যন্ত কাওকে দেখি নাই তার উপর ক্রাশ খাইতে। আছেন কি কেউ?

Samantha Ruth Pravu
Samantha Ruth Pravu

আমি তাকে খুব বেশিদিন যাবৎ চিনি না। কিন্তু রিসেন্টলি কয়েকটা ছবি বিশেষ করে S/O Satyamurthy, Theri আর Mersal দেখে ফ্যান হয়ে গিয়েছি।

Lisa Kudrow
Lisa Kudrow

F.R.I.E.D.S এর তিনজনই আমার খুব প্রিয়। কিন্তু Monica আর Rachel এর থেকে বেশি ভাল লাগতো আমার Phoebi কে। I still do adore her.

Sonali Bendre
Sonali Bendre

এতো দিনদিন বয়স বাড়ার সাথে সাথে আরও বেশি সুন্দরী হচ্ছে। আগে যতটা ভাল লাগতো এখন তার থেকেও ভাল লাগে।

Gillian Anderson
Gillian Anderson

X-Files দেখতাম আর হা করে তাকিয়ে থাকতাম। আমি ভাই পিচ্চিকাল থেকেই ক্রাশ খাইয়া আসতেছি। আর এই ক্রাশ খাওয়ার যাত্রার শুরুর দিকের একজন তিনি।

Stana Katic
Stana Katic

X-Files এর Gillian Anderson এর মত ঠিক একইরকম আরেকজনকে বড় হয়ে খুজে পেয়েছিলাম। এও একটা ক্রাইম থ্রিলার সিরিজের ডিটেকটিভ। Castle দেখেছেনতো?

Hilary Duff
Hilary Duff

Duff টিনেজার অবস্থায় সবচেয়ে বেশি কিউট ছিলো। একটু বয়স হলেই তার পা থেকে মাথা পর্যন্ত টোটালি চেঞ্জ। কিউটনেস চলে গিয়ে আসলো হটনেস। তখন আবার আরেকরকম ভাল লাগতো। ইদানীং তেমন একটা দেখা যায় না। কিন্তু কেমন করে যেন বয়সের আগেই তার সৌন্দর্য লোপ পাচ্ছে। তবে আমি আসলে তাকে অভিনেত্রীর থেকে গায়িকা হিসেবে বেশি পছন্দ করি।

ক্রাশ কম্পাইলেশন : পর্ব-১
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-২

ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৪
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৫
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৬

লেখকঃ Francis John Rozar

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে