জাতীর ক্রাশ। মানতেই হবে। বিশেষ করে ৯০ দশকের ছেলেদের ক্ষেত্রেতো কথাই নাই। Harry Potter দেখতে গিয়েই তাকে প্রথম দেখি। তখন আমিও ছোট, সেও ছোট। Emma হচ্ছে একমাত্র আমার সমবয়সী (প্রায়) অভিনেত্রী যার প্রতি আমার এতো তীব্র মনোযোগ। তখন চিন্তা করতাম, “ওর আর আমার বয়স প্রায় একই। এর সাথেই হবে।” ভ্রমটা কিন্তু আজও একইভাবে আছে।
বলিউডে যত নায়িকাই আসুক না কেন মাধুরীর মতো একজনও আর দেখলাম না। আমার নজরে সবচাইতে সুন্দরি বলিউড তারকা যার রূপের কোন তুলনা নেই।
এই লিস্টে বাঙ্গালী নারীদের সংখ্যা বিদেশিদের থেকে কম হলেও যে কয়জন আছে তাদের উপর যে পরিমাণ দুর্বলতা কাজ করে তাতে মনে হয় এ লিস্ট ছোট থাকাই মঙ্গল। আর তাদের মধ্যে একদম শীর্ষে বিরাজ করেন ইনি।
পিউর বিউটি। এর রূপ বর্ণনা করা কঠিন। মাথা থেকে পা পর্যন্ত দুধে ধোয়া। সাউথের নায়িকাদের খুব একটা চিনি না। তবে আমার যা মনে হয় বলিউড নায়িকাদের থেকে এরাই অধিক সুন্দরী।
Liz Hurley আমার কাছে সবচাইতে সুন্দরি ইংলিশ অভিনেত্রী। তবে অভিনয়ের থেকে বেশি সাফল্য অর্জন করেছেন মডেলিংএ। বয়স এখন তার ৫০ উর্ধ কিন্তু রূপের ঝিলিক এখনও কমে নি।
ইনিও আগের জনের মতোই একই। বয়স ৫০ এর মতোই হবে। কিন্তু মাগার এখনো সেই। প্রথমে তাকে দেখি Xena:Warrior Princess এ কিন্তু ধাক্কাটা খাইছিলাম Spartacus এ Lucretia চরিত্রে দেখে।
নিঃশন্দেহে পৃথিবির সেরা সুন্দরীদের মধ্যে অন্যতম। তার রূপটা কেমন যেন জাদুকরী। যেকোন পুরুষকে মুহূর্তের মধ্যে কাত করে ফেলার ক্ষমতা আছে তার মধ্যে।
কি একদিন Girl Next Door দেখলাম। ব্যাস! তারপর থেকে মাথার মধ্যে এমনভাবে ঢুকলো আজও বের হয় নি। আই উইস আমার নেক্সট ডোরেও তার মত কেউ একজন আসতো।
মা (Dimple Kapadia) যেমন সুন্দরি মেয়েও তেমন। খুব বেশিদিন অভিনয় করেন নি। ফিল্মও করেছেন হাতে গোনা কয়েকটা। হতাশ হয়েছিলাম যখন তিনি অভিনয় ছেড়েছিলেন। এখন তিনি একজন রাইটার এবং পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনার।
‘Beauty with Brain’ এই প্রবাদই তাকে দিবো আমি। অসাধারণ অভিনেত্রী। Les Miserable এ তার অভিনয় দেখে বুঝেছিলাম তার ক্যালিবার কতটুকু। রূপের কথা কি বলবো। দেখতেই তো পাচ্ছেন। সুগার।
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-১
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-২
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৩
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৫
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৬
লেখকঃ Francis John Rozar