Everything gets sexy with Dakota Johnson. Fifty Shades এর মত ফিল্ম দেখে আর কিছু না পেলেও নায়িকা একটা পেয়েছি সেইরকম।
Green Lantern এও Ryan Reynolds এর সম্পত্তি বাস্তবেও তার সম্পত্তি। Deadpool এর সাথে গেঞ্জামে জড়াতে চাই। তাই বেশি কথা বলছি না। খুব ভাল লাগে।
সিনেমা অথবা অভিনয়ের কারণে তার তেমন পরিচিতি না থাকলেও মডেলিং এ অবস্থান বেশ বড়। Death Race 2 তে দেখে মাথা নষ্ট। ভাঙা বাসের দোতলার সিন দেইখাতো আরও নষ্ট। সাউথ আফ্রিকান বিউটি।
সাউথ ইন্ডিয়ান ফিল্ম একটু কমই দেখা হয়। কিন্তু যে কয়টা দেখেছি তার অধিকাংশের নায়িকা ছিলো সে। প্রতিদিন টিভির চ্যানেল ঘুরালে কোন না কোন জায়গায় এক ঝলকতো দেখাই হয় তাকে। একেবারে নিরীহ মাইয়া। ভাল লাগে। তবে আমার থেকে বড় ফ্যান আপনারা।
Troy সিনেমায় দেখে নগদ ঐখানেই বইসা পড়লাম। দুইটা National Treasure দেখার পরতো শুইয়াই পড়লাম। A perfect blonde beauty.
Monica Gellar কে একনামে চিনে F.R.I.E.N.D.S ভক্তরা। ভীষণ সুন্দরি আর খুব পছন্দের নায়িকা ছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় এই যে তার বয়স হয়েছে ভাল কথা কিন্তু এখনকার চেহারা দেখলে চেনার কোন উপায়ই নাই যে সে Ace Ventura এর সেই Melissa।
বড় কোন স্থান দখল করতে না পারলেও এককালের সমাদৃত নায়িকা। Pardes ছবি দেখার পর থেকেই ক্রাশ।
Pulp Fiction দেখেন নাই কে! দেখেছেনতো অবশ্যই তাকে চিনেন। চিনেন যখন তাহলে অবশ্যই তার রূপ সম্পর্কে জানেন। তাহলে আর কি বলবো?
Most seductive woman of Bengal. আস্ত এক ঝাল মরিচ। প্রতিটা বাঙ্গালী পুরুষই তার শিকার। আর কি বলবো। ‘শীতের বিকালেও দেখি গরম গরম লাগছে। ওই নিতাই ফ্যানটা ছাড়তো।’
এতো দিনদিন বয়স বাড়ার সাথে সাথে আরও বেশি সুন্দরী হচ্ছে। আগে যতটা ভাল লাগতো এখন তার থেকেও ভাল লাগে।
X-Files দেখতাম আর হা করে তাকিয়ে থাকতাম। আমি ভাই পিচ্চিকাল থেকেই ক্রাশ খাইয়া আসতেছি। আর এই ক্রাশ খাওয়ার যাত্রার শুরুর দিকের একজন তিনি।
X-Files এর Gillian Anderson এর মত ঠিক একইরকম আরেকজনকে বড় হয়ে খুজে পেয়েছিলাম। এও একটা ক্রাইম থ্রিলার সিরিজের ডিটেকটিভ। Castle দেখেছেনতো?
Duff টিনেজার অবস্থায় সবচেয়ে বেশি কিউট ছিলো। একটু বয়স হলেই তার পা থেকে মাথা পর্যন্ত টোটালি চেঞ্জ। কিউটনেস চলে গিয়ে আসলো হটনেস। তখন আবার আরেকরকম ভাল লাগতো। ইদানীং তেমন একটা দেখা যায় না। কিন্তু কেমন করে যেন বয়সের আগেই তার সৌন্দর্য লোপ পাচ্ছে। তবে আমি আসলে তাকে অভিনেত্রীর থেকে গায়িকা হিসেবে বেশি পছন্দ করি।
She has two huge reasons to be on this list. চেহারা ফিগার সব দিক দিয়েই ১০০ তে ১০০।
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-১
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৩
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৪
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৫
ক্রাশ কম্পাইলেশন : পর্ব-৬
লেখকঃ Francis John Rozar