উত্তর কোরিয়াকে তেল দেয়ায়,হংকং এর জাহাজ জব্দ

0
হংকং

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে উত্তর কোরিয়ার জাহাজে জ্বালানি তেল সরবরাহের অভিযোগে হংকংয়ে নিবন্ধিত একটি তেলবাহী ট্যাংকার গত মাসে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, লাইটহাউস উইনমোর নামে জাহাজ থেকে গোপনে উত্তর কোরিয়ার একটি জাহাজে ৬০০ টন পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। তবে পিয়ংইয়ংকে দেওয়ার উদ্দেশ্যে সাগরে জাহাজ থেকে জাহাজে যেকোনো পণ্যসামগ্রী সরবরাহে জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।
হংকং

উত্তর কোরিয়ায় তেল সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ চীন প্রত্যাখ্যান করার পর জাহাজ জব্দের তথ্য প্রকাশ করল দক্ষিণ কোরিয়া।

জানা যায় পরিশোধিত তেল বোঝাই করতে ১১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইয়েসু বন্দরে নোঙর করে জাহাজটি এবং এর চার দিন পর তাইওয়ানের উদ্দেশে রওনা হয়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, তাইওয়ানে না গিয়ে ১৯ অক্টোবর আন্তর্জাতিক জলভাগে উত্তর কোরিয়ার একটি ও অন্য তিনটি জাহাজে তেল সরবরাহ করে লাইটহাউস উইনমোর। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তেল সরবরাহের এই ঘটনা যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে। নভেম্বর মাসে লাইটহাউস উইনমোরের নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ চিত্রগুলো প্রকাশ করে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, নভেম্বর মাসে উইনমোর ফিরে এলে সেটি জব্দ করা হয় এবং তখন থেকে জাহাজটি সে দেশে অবস্থান করছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে