মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের শততম ওয়ানডেতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এই ম্যাচ দিয়েই পুনরায় নেতৃত্বে ফিরেছেন তিনি। যদিও বোলিংয়ে সেভাব প্রতিরোধ দিতে পারেনি তার দল। ওপেনিং জুটি দেখে শুনেই সামাল দিয়েছে তাদের প্রতিরোধ।
উদ্বোধনীতেই আসে ৭৫ রান। ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ছিলেন ধীর-স্থির। আর সঙ্গী সলোমন মিরেও খেলছিলেন দেখেশুনে। তবে ১৩ ওভারে মনোযোগ হারিয়ে বসেন মিরে। থিসারার বলে উঁচিয়ে মেরে ধরা পড়েন মেন্ডিসের হাতে। নতুন নামা শন আরভিনও থিতু হতে পারেননি। লাকমলের বলে ফিরে গেছেন ২ রানে।
এরপর ব্রেন্ডন টেলরকে সঙ্গে নিয়ে আবারও প্রতিরোধ দিয়ে খেলেন ওপেনার মাসাকাদজা। ব্যক্তিগত ৭৩ রানে তাকে সাজঘরে ফেরান গুনারত্নে। তার বিদায়ের পর ইনিংস লম্বা করতে পারেননি ব্রেন্ডন টেলরও। ফিরে গেছেন ৩৮ রানে।
শেষ দিকে ম্যালকম ওয়ালার ও সিকান্দার রাজা ইনিংস এগিয়ে নিতে থাকেন ধীরে ধীরে। সঙ্গী ম্যালকম ওয়ালার ২৯ রানে ও পিজে মুর ১৯ রানে ফিরলেও আগ্রাসী ছিলেন সিকান্দার রাজা। তার ব্যাটে ভর করেই ৬ উইকেটে ২৯০ রানের বড় পুঁজি পায় জিম্বাবুয়ে।
৬৭ বলে ৮টি চার ও একটি ছয়ে ৮১ রানে অপরাজিত ছিলেন মারকুটে এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কার পক্ষে ৭ ওভারে ৩৭ দিয়ে ৩ উইকেট নেন গুনারত্নে। দুটি নেন থিসারা পেরেরা।