সার্জিক্যাল স্ট্রাইকের কঠোর জবাব দেবে পাকিস্তান

0
এহসান ইকবাল

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এহসান ইকবাল বলেছেন, ভারত সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিচ্ছে কিন্তু আমরা তার কঠোর জবাব দেব। শনিবার তিনি লাহোরে এক অনুষ্ঠানে একথা বলেন। এর আগে গত বুধবার ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, গত ১০ ফেব্রুয়ারি তার দেশের একটি সেনা ক্যাম্পের ওপর যে হামলা হয়েছে তার জবাব হিসেবে শিগগিরই পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকসহ নানা ব্যবস্থা নিয়ে চিন্তা করা হচ্ছে।
এহসান ইকবাল
ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের জবাবে এহসান ইকবাল বলেন, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মোকাবেলা করছি; পাকিস্তানের শত্রুরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য অনেক বেশি সময় ব্যয় করছে এবং আমাদের প্রতিবেশী দেশ সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিচ্ছে কিন্তু তাদের জানা উচিত আমরা শক্ত জবাব দেব।

এহসান ইকবাল আরও বলেন, আফগানিস্তান ইস্যুতে আমেরিকার পক্ষ থেকে পাকিস্তান রাজনৈতিক চাপ মোকাবেলা করছে। তিনি বলেন, পাক-মার্কিন সম্পর্ক আফগানিস্তানে শান্তির উৎস হতে পারে কিন্তু দু’দেশের মধ্যে আস্থার ঘাটতি এ সম্ভাবনা ধ্বংস করে দেবে এবং তাতে সন্ত্রাসীরা লাভবান হবে।