সৌদি আরবের সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের পদে রদবদল

0
মুহাম্মদ বিন সালমান

স্থানীয় সময় গতকাল সোমবার মধ্যরাতে জারি হওয়া এক ডিক্রিতে এই ব্যাপক রদবদলের ঘোষণা দেওয়া হয়। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। তবে এই আদেশে রদবদলের কোনো কারণ বলা হয়নি।
মুহাম্মদ বিন সালমান
বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর প্রধান, অর্থাৎ চিফ অব স্টাফ পদ থেকে জেনারেল আবদুল রাহমান বিন সালেহ আল বুনিয়ানকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ সুহাইমকে অবসরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থল বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন তুর্কিকে তাঁর পদ থেকে অপসারণ করে যৌথ বাহিনীর কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে যুবরাজ বদর বিন সুলতানকে আল জাউফ প্রদেশের আমির নিযুক্ত করা হয়েছে। এর আগে এই দায়িত্ব পালন করতেন যুবরাজ ফাহাদ বিন বদর। এ ছাড়া যুবরাজ তুর্কি বিন তালালকে উপ-আমির হিসেবে আসির প্রদেশে ও যুবরাজ ফয়সাল বিন ফাহাদ বিন মুকরিনকে হাইল প্রদেশের উপ-আমির নিযুক্ত করা হয়েছে।

শ্রম ও সামাজিক উন্নয়নের উপমন্ত্রী হিসেবে ড. তামাদার বিনতে ইউসুফ আল রাম্মাহ দায়িত্ব পালন করবেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, সম্প্রতি সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযান ও প্রশাসনিক রদবদলের পেছনে রয়েছেন সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

গত নভেম্বরে সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে প্রিন্স, বর্তমান ও সাবেক মন্ত্রী এবং ধনকুবের ব্যবসায়ীরা ছিলেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে  প্রায় ১০০ বিলিয়ন ডলারের দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ রয়েছে।