৪ ম্যাচেই হারের স্বাদ পেয়েছে মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্স

0
লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগে টানা ৪ ম্যাচেই হারের স্বাদ পেয়েছে মুস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্স। শনিবার রাতে ইসলামাবাদ ইউনাইটেডকে ১২১ রানে আটকে রেখে প্রথমবারের মতো জয়ের সম্ভাবনা তৈরি করেছিল লাহোর। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় এদিনও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ম্যাককালাম বাহিনীকে।
লাহোর কালান্দার্স
শারজাহে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইয়াসির শাহ ও সোহাইল খানদের বোলিং তোপে পড়ে নির্ধারিত ২০ ওভারে ১২১ রানে আটকে যায় মিসবাহ উল হক বাহিনী। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান আসে জেপি ডুমিনির ব্যাট থেকে। এছাড়া শেষ দিকে ২১ বলে ৩৩ রান করেন হুসাইন তালাত। লাহোরের হয়ে ইয়াসির শাহ সর্বোচ্চ তিনটি উইকেট নেন। তবে দিনটা ভালো যায়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। এক উইকেট পেলেও এদিন ৪ ওভারে ৩৯ রান দেন তিনি।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৭৭ রান তুলে ফেললেও ম্যাচসেরা মোহাম্মদ সামির বোলিং তোপে হঠাৎ খেই হারিয়ে ফেলে লাহোর। ব্যান্ডন ম্যাককালাম ৩৪ ও আগা সালমান ৪৮ রান করলেও বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অংকে পৌঁছাতে পারেনি। ফলে ১৯.৪ ওভারে ১২১ রানে থামে লাহোরের ইনিংস। ম্যাচ ড্র হওয়ার পর এলিমেনেটর ওভারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। সেখানে জয় পায় ইসলামাবাদ। আর এই হারের ফলে টুর্নামন্টে ৪ ম্যাচ খেলে এখনও জয়ের মুখ খুলতে পারেননি মুস্তাফিজরা।