হঠাৎ করেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনে গেলেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম বিদেশ সফর। তবে কিমের এই সফর হয়েছে সম্পূর্ণ অজ্ঞাতসারেই। মাত্র তিনজন ব্যক্তি এই সফরের কথা জানেন বলে জানা গেছে। চীনে কিম কতদিন থাকবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। শোনা গেছে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্যই চীনে এসেছেন তিনি। কিন্তু আলোচনাটি কী, তা এখনও জানানো হয়নি।
এ ব্যাপারে জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, একটি বিশেষ ট্রেন কিমকে উত্তর পূর্ব চীনের সীমান্তে নিয়ে আসে। সেখান থেকেই চীনে প্রবেশ করেন উত্তর কোরিয়ার এই নেতা। একটি টেলিভিশন চ্যানেলে ট্রেনের ছবিও দেখানো হয়েছে। দেখা গেছে, কিমের বাবা যে ট্রেনটি ব্যবহার করতেন, এটি হুবহু তেমনই দেখতে। ২০১১ সালে মৃত্যুর আগে কিম জং উনের বাবা কিম জং ইল এই ট্রেনে চেপেই চীন সফরে এসেছিলেন।
উল্লেখ্য, শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা কিমের। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, পারমাণবিক শক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় উত্তর কোরিয়া। আমেরিকার কূটনীতিবিদরাও সেই আলোচনাসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।