উত্তাল কাশ্মীর: এখন পর্যন্ত সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ২০

0
কাশ্মীর

স্বাধীনতার দাবিতে আবারও উত্তাল হয়ে ওঠেছে বিতর্কিত ভূমি কাশ্মীর। সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে ভারতীয় সেনাদের সংঘর্ষে ৩ সেনাসহ অন্তত ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। এদিকে কাশ্মীরের বিভিন্ন গ্রামে ভারতীয় সেনারা বিদ্রোহী নিধন অভিযানে নামার পরই সাম্প্রতিক কালের ভয়াবহ হতাহতের ঘটনা ঘটলো। এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ভারতীয় সেনাদের অভিযানের বিরুদ্ধে স্বাধীনতাকামী কাশ্মীরিরা বিক্ষোভ করলে, পুলিশ গুলি চালিয়ে চারজনকে হত্যা করে।
কাশ্মীর
কাশ্মীরের একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা ইয়াসির কাদরি বলেছেন, রোববার কাশ্মীরের সোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। পরে জঙ্গিরা গুলি ছুঁড়লে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়। ওই সময় বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া ওই অভিযানে আরও বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছে বলেও তিনি জানান।

জানা যায়, গত রোববার কাশ্মীরের বেশ কয়েকটি গ্রামে অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই সময় গ্রামে ঢুকলে স্বাধীনতাকামীদের সশস্ত্র বাধার মুখে ভারতীয় বাহিনী। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে তিন সেনাসহ ২০ জনের প্রাণহানি ঘটে। মূলত কাশ্মীরিরা যাতে সমরশক্তি অর্জন করতে না পারে, সে জন্যই ভারতীয় বাহিনী এ অভিযান পরিচালনা করে থাকে।

এদিকে কাশ্মীরের ১৭ বিদ্রোহী নিহতের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি। একইসঙ্গে ‘স্বাধীনতাকামী শান্তিপ্রিয় ও নিরীহ’ জনগোষ্ঠীর উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান উভয়দেশই কাশ্মীরকে তাদের নিজেদের অংশ বলে দাবি করে আসছে। কয়েক দশক ধরে এমনিতেই নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে যাচ্ছে কাশ্মীরের মানুষ। ভারতীয়দের অভিযোগ অনেক বিচ্ছিন্নতাবাদী নেতা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য। আর তারা সমগ্র ভারতজুড়ে জঙ্গি কার্যক্রম চালাতে চায়।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস, জিও নিউজ, আল-জাজিরা