আর্সেনাল ছাড়ছেন ওয়েঙ্গার: একটি ফুটবল যুগের পরিসমাপ্তি

0

অক্টোবর,১৯৯৬ সালে প্রথম আর্সেনাল ডাগ আউটে দাঁড়ানো তরুণ কোচ আর্সেন ওয়েঙ্গার বাইশ বছর ধরে দায়িত্ব পালনের পর, সমর্থকদের প্রচন্ড চাপের মুখে অবশেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন।বাইশ বছর ধরে আর্সেনাল ক্যারিয়ারে ওয়েঙ্গার ‘দা ইনভিনসিবল’ (টানা এক মৌসুম লিগে অপরাজিত থাকার রেকর্ড) এর মত সফলতা যেমন পেয়েছেন,তেমনি রয়েছে সাম্প্রতিক সময়ের ব্যর্থতা।তবে ইংলিশ প্রিমিয়ার লীগে তার ফুটবলীয় দর্শন যে এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন এনেছে,তা এক বাক্যে স্বীকার করে নিবে তার ঘোরতর সমালোচকরাও।
‘ল্যাঁ প্রফেসর’ খ্যাত আর্সেন ওয়েঙ্গার জন্মেছিলেন ফ্রান্সের স্টার্টসবুর্গের এক গ্রামে।তার বাবা ছিলেন স্থানীয় ফুটবল ক্লাবের ম্যানেজার।নিজের ফুটবল ক্যারিয়ারে তেমন কোন সফলতার মুখ না দেখার পরে ওয়েঙ্গার ১৯৮১ সালে ডিপ্লোমা করেন ফুটবল কোচিংয়ের উপর।
পরবর্তীতে ফ্রেঞ্চ ক্লাব ন্যান্সির দায়িত্ব নেয়ার মাধ্যমে কোচিং ক্যারিয়ার শুরু হয় আর্সেন ওয়েঙ্গারের।
ন্যান্সির কোচ হিসেবে তেমন সফলতার দেখা না পাওয়ার কারণে তাকে ১৯৮৭ সালে অব্যাহতি দেয়া হয়।তবে ফ্রেঞ্চ লিগের মোনাকো তাকে জব অফার করে।মোনাকোর কোচ হিসেবে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেন আর্সেন।১৯৮৮ সালে মোনাকো লীগ শিরোপা জিতে ওয়েঙ্গারের অধীনে।এসময় তার ফুটবলীয় দর্শনের যথেষ্ঠ প্রশংসা হয় ফ্রেঞ্চ মিডিয়ায়।

আর্সেন ওয়েঙ্গার সম্পর্কে ন্যান্সির তৎকালীন জেনারেল ম্যানেজার রিচার্ড কন্তে বলেন,” আর্সেন তার অবসর সময়েও ফুটবল নিয়ে মেতে থাকতেন।এমনকি রাত বিরাতেও টিভিতে বিপক্ষ টিমের খেলার ধরন ভিডিও দেখে বিশ্লেষন করে স্কোয়াড সাজাতেন।”

১৯৯৪ সালে উভয় পক্ষের সম্মতিতে মোনাকোর কোচের দায়িত্ব ছাড়েন ওয়েঙ্গার।এরপরের বছরই আর্সেনালের কোচের দায়িত্ব নিতে সম্মত হন আর্সেন ওয়েঙ্গার, যে পার্টনারশীপ স্থায়ী হয় বাইশ বছর।
আর্সেনালের দায়িত্ব নেয়ার দ্বিতীয় বছরে লীগ শিরোপা জিতেন ওয়েঙ্গার।

২০০২ সালে আবারও লীগ শিরোপার মুখ দেখেন আর্সেনাল। ২০০৪ সালে ওয়েঙ্গার পরিচিত আর্সেনাল এক পুরো সিজন অপরাজিত থেকে লীগ শিরোপা জিতে ভেঙ্গে দেয় ১১৫ বছরের রেকর্ড।এছাড়া টানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার অনবদ্য রেকর্ড গড়ে আর্সেনাল।২০০৬ সালে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল প্রথম বারের মত চ্যাম্পিয়নস লীগ ফাইনালে পদার্পণ করে।এরপরের নয়টা বছর তেমন কোন সফলতার মুখ দেখে নি আর্সেনাল।তারই ফলশ্রুতিতে পদত্যাগের ঘোষণা দিলেন ওয়েঙ্গার।
প্রিমিয়ার লীগের বাইশ বছরে নিজের দর্শন দিয়ে পরিবর্তন করে দিয়েছেন ইংলিশ ফুটবলের রূপরেখা।
রাইনাস মিচেল উদ্ভাবিত টোটাল ফুটবল থেকে অনুপ্রাণিত হয়েছিলেন ওয়েঙ্গার।ওয়েঙ্গারের মতে ৪-৪-২ হলো সেরা ফর্মেশন,কারণ এ ধরনের ফর্মেশনে ফুটবল পিচ অনেকটা কভার করা যায়।১৯৯৬ এ দায়িত্ব নিয়েই আর্সেনালের ফর্মেশন ৩-৫-২ থেকে ৪-৪-২ পরিবর্তন করেন তিনি। ওয়েঙ্গার পজেশনভিত্তিক ফুটবলে বিশ্বাসী।তবে কিছু চ্যাম্পিয়নস লীগ ম্যাচে কাউন্টার এ্যাটাকেও খেলিয়েছেন নিজ দলকে।

সাম্প্রতিক সময়টা একদম ভালো যায় নি আর্সেনাল তথাপি আর্সেনের।নয় বছর ধরে শিরোপা খরা কিংবা ট্রান্সফার মার্কেটে নিস্ক্রিয়তা সবকিছু মিলে সমর্থকদের তোপের মুখে ছিলেন তিনি।তবে আর্সেনালের দায়িত্ব ছাড়লেও কোচিং ক্যারিয়ার থেকে অবসর নেয়া সম্পর্কে কিছু বলেন নি তিনি।

রওনক রাদ