সাবেক সিআইএ প্রধান মাইক পম্পিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। তিনি রেক্স টিলারসনের স্থলাভিষক্ত হলেন। টিলারসনকে মাত্র এক বছর আগেই এই পদে নিয়োগ দেয়া হয়েছিলো। পরে তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। টিলারসনকে বরখাস্তের পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দিয়ে চলছিল ট্রাম্প প্রশাসন। রীতি অনুযায়ী পম্পিওর নিয়োগ চূড়ান্ত করতে সিনেটে বৃহস্পতিবার ভোটাভুটি হয়।
মার্কিন সিনেটের ভোটাভুটিতে পম্পিও ৪২ জন সিনেটরের সমর্থন পান। ৫৭-৪২ ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়। উত্তর কোরিয়া ও ইরান ইস্যুতে মাইক পম্পিও বেশি কট্টর। ফলে তার নিয়োগে হোয়াইট হাউসের সঙ্গে পররাষ্ট্র দপ্তরের মতপার্থক্য কমবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।
নিয়োগের শুরু থেকেই ডেমোক্র্যাটরা পম্পিওকে যুদ্ধবাজ ও মুসলিমবিদ্বেষী হিসেবে অভিযুক্ত করে আসছেন। এর পরও সিনেটে রিপাবলিকান বাদে ছয় ডেমোক্র্যাট সিনেটরও তার পক্ষে ভোট দিয়েছেন।