আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণে ২৯ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার সকালে বিস্ফোরণ দুটি ঘটে।নিহতদের মধ্যে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির এক ফটো সাংবাদিক রয়েছেন। এএফপির ওই ফটোগ্রাফারের নাম শাহ মারাই।
জানা গেছে, সাংবাদিকরা প্রথম বিস্ফোরণটির প্রতিবেদন করার সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্তানিকজাই জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা এক হামলাকারী প্রথম হামলাটি চালিয়েছে। এর ১৫ মিনিট পর দ্বিতীয় হামলাটি চালানো হয়। আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ২৯ নিহত ও ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন।