নাইজেরিয়ায় মসজিদে বিস্ফোরণে নিহত ২৪

0
নাইজেরিয়া মসজিদে বিস্ফোরণ

নাইজেরিয়ার একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির আদামাওয়া রাজ্যের উত্তর-পূর্ব শহর মুবিতে এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। পুলিশের ধারণা, ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এ হামলা চালিয়েছে।নামাজের প্রস্তুতি নেওয়ার সময় মসজিদটির বাইরে ও ভেতরে এই আত্মঘাতী হামালা চালানো হয়।

বিবিসি বলছে, ২০০৯ সাল থেকে ইসলামি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নাইজেরিয়ায় সহিসংসতা চালিয়ে অাসছে বোকো হারাম। এখন পর্যন্ত এসব সহিংসতায় ২০ হাজার মানুষ নিহত ও অন্তত ২০ লক্ষ্য মানুষ গৃহহীন হয়েছেন। রাজ্যের পুলিশ কমিশনার আব্দুলাহি ইয়ারিমা বলেন, মসজিদের ভেতরে প্রথম বিস্ফোরণটি হয় বেলা ১টার দিকে। এর কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

আত্মঘাতী এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান তিনি।