বিশ্বকাপে আর্জেন্টিনার দলে লানজিনির জায়গায় পেরেজ

0
বিশ্বকাপে আর্জেন্টিনার দলে লানজিনির জায়গায় পেরেজ

আর্জেন্টিনা দলে সুযোগ পেয়েছেন এনজো পেরেজ। আসন্ন রাশিয়া বিশ্বকাপে ইনজুরিতে পড়া লানজিনির পরিবর্তে পেরেজকে ২৩ সদস্যের চূড়ান্ত দলে বলে আজ জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। শুক্রবার অনুশীলনে লানজিনি ইনজুরিতে পড়ার পর আর্জেন্টিনা কোচ জর্জ সাম্পাওলি ৩২ বছর বয়সী পেরেজকে দলে ডাকেন। এরপরেই তার স্কোয়াডে আসা নিশ্চিত হয়।

এর আগে গত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন ভ্যালেন্সিয়া ও বেনফিকার সাবেক মিডফিল্ডার পেরেজ। এর আগে লুকাস বাগলিয়াও এবং এভার বেনেগার সঙ্গে লানজিনিকে সেরা একাদশে রেখেছিলেন কোচ সাম্পাওলি।

মিডফিল্ডার ম্যানুয়েল লানজিনি বিশ্বকাপের ৬ দিন আগে হাঁটুর ইনজুরিতে পড়েন। ২৫ বছর বয়সী এই তরুণ তারকার ইনজুরি নিঃসন্দেহে দলের জন্য একটি বড় ধাক্কা। গ্রীষ্মকালীন ট্রান্সফারে ওয়েস্টহ্যাম থেকে লিভারপুলে যাওয়ার কথা রয়েছে ২৫ বছর বয়সী লানজিনির।

গতকালই রাশিয়ায় পা রেখেছে আর্জেন্টিনা দল। তাদের জন্য আর্জেন্টিনা থেকে ৩ টন দেশীয় খাবার পাঠানো হয়েছে আগেই। ‘ডি’ গ্রুপে লড়াই দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আকাশী-নীল জার্সিধারীরা। এই গ্রুপে আরও রয়েছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামী ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসিদের বিশ্বকাপ মিশন শুরু হবে।