ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ। ওয়ানডের প্রথম ম্যাচে ৪৮ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি স্বাভাবিকভাবেই অঘোষিত ফাইনালে পরিণত হয়। তবে শেষ হাসিটা হেসেছে টাইগাররাই। সিরিজ নির্ধারণী ম্যাচে দাপটের সঙ্গে ১৮ রানের জয় তুলে সিরিজটি নিজেদের করে নেয় সফরকারীরা।
এবার টাইগারদের সামনে টি-টোয়েন্টি মিশন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরমধ্যে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দলে ফিরেছেন আফগানদের বিপক্ষে চোট পেয়ে ছিটকে যাওয়া মুস্তাফিজুর রহমান। অন্যদিকে, বাদ পড়েছেন আবুল হাসান রাজু। এদিকে, ক্যারিবীয় ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসবেন মাশরাফি বিন মর্তুজা ও এনামুল হক বিজয়। আর টি-টোয়েন্টির লক্ষে সেন্ট কিটসে পৌঁছেছেন সৌম্য সরকার ও নাজমুল ইসলাম অপু।
ক্যারিবীয়দের বিপক্ষে ৩১ জুলাই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, ৪ ও ৫ আগস্ট।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরী।