বাংলাদেল দলকে শুভেচ্ছা জানালেন হাথুরুসিংহে

0
বাংলাদেল দলকে শুভেচ্ছা জানালেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে গত বছরের নভেম্বরে হঠাৎই বাংলাদেশের কোচের পদ থেকে ইস্তফা দেন। পরে হাল ধরেন নিজের দেশ শ্রীলংকার। চলতি বছরে জানুয়ারিতে টাইগারদের বিপক্ষে খেলে গেছেন পূর্ণাঙ্গ সিরিজ। তবে পুরোনো শিষ্যদের এখনও ভোলেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন এ লংকান কোচ।

সেন্ট কিটসে ক্যারিবীয়দের ১৮ রানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে বাংলাদেশ। বিদেশের মাটিতে দীর্ঘ ৯ বছর পর সিরিজ জিতল টাইগাররা। ম্যাচ শেষেই তামিম ইকবালের মুঠোফোনে শুভেচ্ছাবার্তা পাঠান হাথুরু। তিনি লেখেন, ওয়েলডান চ্যাম্পিয়ন। দলের সবাইকে আমার শুভকামনা পৌঁছে দিও।

এই দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে এখন ব্যস্ত শ্রীলংকা। এর ফাঁকেই তামিমকে এ বার্তা পাঠান লাল –সবুজ জার্সিধারীদের সাবেক কোচ।

হাথুরুসিংহ বাংলাদেশের কোচ থাকাকালে পছন্দের ছাত্র ছিলেন তামিম। জেসন হোল্ডার বাহিনীর বিপক্ষে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন প্রিয় শিষ্য। ২ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৩ ম্যাচে করেছেন ২৮৭ রান। এ পথে ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজে কোনো বিদেশি ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রাক্তন ছাত্রের সাফল্য হাথুরুকে আপ্লুত করেছে।