এনআরসির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ মমতার

0
এনআরসির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ মমতার

আসামে ভারতীয় নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকা বা এনআরসি তালিকা প্রকাশ করা হয়েছে গতকাল। চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের ৪০ লাখ মানুষ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন সরকারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এইবার এনআরসির চূড়ান্ত খসড়া নিয়ে বিতর্কের মাঝেই, সপ্তাহের শেষদিকে উত্তর-পূর্বের বর্তমান পরিস্থিতি যাচাই করার লক্ষ্যে তাদের দলের ৪ জন সদস্যকে আসাম পাঠাচ্ছেন তিনি।

এনডিটিভির এক খবরে বলা হয়, এনআরসি’র খসড়া নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে ভারতে। প্রথম থেকেই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মমতা। চূড়ান্ত খসড়া প্রকাশ হওয়ার পর তার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেছেন, ভোটের অঙ্ক কষেই অসমে বাঙালি খেদানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, আসামে বাঙালিরা আক্রান্ত হলে পশ্চিমবঙ্গের ওপর চাপ পড়বে। তাই এনআরসি নিয়ে কেন্দ্রের আগে বাংলার সঙ্গে কথা বলা উচিত ছিল।

আগামী ২ ও ৩ আগস্ট পরিস্থিতি বিবেচনার জন্য তৃণমূলের ছয়জন সাংসদের একটি দল, বিধায়ক মহুয়া মৈত্র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আসাম সফরে যাবেন। সম্প্রতি এক বিবৃতিতে এমনটি জানিয়েছে তৃণমূল।

এনআরসি খসড়া নিয়ে তৃণমূল প্রধান বলেন, ভারতীয় নাগরিকরা নিজের দেশেই শরণার্থী হয়ে গেলেন।