ডোপ কেলেঙ্কারিতে ধরা পড়ায় সামির নাসরিকে ফুটবল থেকে ৬ মাস নিষেধাজ্ঞা দেয়া হয়। সাবেক ম্যানসিটি ও আর্সেনাল এই মিডফিল্ডারের নিষেধাজ্ঞা আরো ১২ মাস বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে। এর আগে উয়েফার করা এক আবেদনের প্রেক্ষিতে ৩১ বছর বয়সী এই ফরাসীর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
এই বিষয়ে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি জানিয়েছে, উয়েফার এথিকস ও ডিসিপ্লিনারি কমিটির কাছে শাস্তির মেয়াদ লঘু মনে হয়েছে বলেই তারা বর্ধিত শাস্তির আবেদন করেছে।
এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ‘সামির নাসরিকে ১৮ মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। এর শুরুটা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই থেকে। তবে চলতি বছরের নভেম্বরে তিনি যে কোন ক্লাবের হয়ে অনুশীলনে ফিরতে পারবেন।’
বিগত ২০১৬ সালে নাসরি প্রথমবার ডোপ চিকিত্সার জন্য চিকিত্সকের শরণাপন্ন হয়েছিলেন। বিষয়টি বিশ্ব ডোপ বিরোধী সংস্থার পরিপন্থী ছিল বলে তাত্ক্ষণিক এক অনুসন্ধানে জানিয়েছিল স্প্যানিশ ডোপ বিরোধী এক সংস্থা। ওই সময় তাকে ম্যানসিটি থেকে ধার নিয়েছিলো সেভিয়া। খবর ডেইলি মেইলের।