পাকিস্তানের সুফি গানের শিল্পী রাহাত ফতেহ আলী খান বাংলাদেশি ভক্তদের গান শোনাতে নভেম্বরে ঢাকায় আসছেন। চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট কনসার্টটি আয়োজন করবে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, রাহাত ফতেহ আলী খানের সাথে তাদের সকল বিষয় চূড়ান্ত হয়েছে। নভেম্বরে তিনি ঢাকায় আসবেন। একটি কনসার্টে গান গেয়ে আবার চলে যাবেন।
তবে কোন জায়গায় কনসার্টটি হবে তার স্থান এখনো জানানো হয়নি। তবে বসুন্ধরা কনভেনশন হল বা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের যেকোনো একটিতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
এরআগে গতবছর এই আয়োজক প্রতিষ্ঠানটি ঢাকায় এনেছিলেন কলতাকার জিৎ গাঙ্গুলিকে। সেই ধারাবাহিকতায় এবার আসছেন রাহাত ফতেহ আলী খান।
রাহাত ফতেহ আলী খান উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা। প্রথমদিকে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন তিনি। কাওডালি ছাড়াও গজল সঙ্গীতে তার খ্যাতি রয়েছে। ‘পাপ’, ‘ওমকারা’, ‘ওম শান্তি ওম’, ‘লাভ আজকাল’, ‘মাই নেম ইজ খান’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’, ‘রেডি’, ‘বডিগার্ড’, ‘জান্নাত ২’, ‘হিরোইন’, ‘দাবাং’, ‘দাবাং ২’, ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সহ বলিউডের অসংখ্য ছবিতে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন রাহাত।














