রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী কোর্তোয়া চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমালেন। গোলরক্ষক থিবাউ কোর্তয়া রিয়ালের সঙ্গে ৬ বছরের চুক্তি করবেন।
২ ক্লাবের চুক্তি অনুযায়ী রিয়ালের মাতেও কোভাচিচ এক মৌসুমের জন্য ধারে খেলবেন চেলসিতে।
এর আগে ২০১১ সালে চেলসিতে যোগ দেন কোর্তয়া। তবে ২০১৫ সালে পিওতর চেক আর্সেনালে চলে গেলে তিনিই হন ব্লুজদের এক নম্বর গোলরক্ষক। আর রাশিয়া বিশ্বকাপে গোল্ডোন গ্লাভস জেতার পর থেকেই রিয়ালে যাওয়াটা যেন তার সময়ের ব্যাপার হয়ে ওঠে।
তথ্য সূত্রে থেকে জানা যায়, তাকে দলে নিতে তাদের খরচ হয়েছে ৩৫ মিলিয়ন ইউরো। পরে এক বিবৃতিতে চেলসি জানায়, দু’পক্ষই এই চুক্তিতে সম্মত হয়েছে। যেখানে ২০২৩-২৪ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে রিয়াল।
কুরতোয়া এর আগে চেলসির হয়ে ১৫৪টি ম্যাচ খেলেছেন। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে দুটি লিগ শিরোপা জেতেন।