ফুটবলের এক জীবন্ত রাজপুত্র

0
ফুটবলের এক রাজপুত্রের নাম রিকার্ডো কাকা

ফুটবলের এক রাজপুত্রের নাম রিকার্ডো কাকা। এই নামের রহস্য কী? জানেন? তাঁর আসল নাম রিকার্ডো আইজেকসন ডস সান্টোস লেইটে৷ সবাই তাঁকে ডাকত রিকার্ডো নামে৷ কিন্তু ছোট ভাই ডিয়াগো রিকার্ডো নামটি উচ্চারণ করতে পারত না৷ তাই ‘কাকা’ নামে ডাকত৷ সেই থেকে সারা বিশ্বে তিনি এখন কাকা নামেই পরিচিত৷ ১৯৮২ সালে জন্ম নেয়া কাকা ফুটবল খেলা শুরু করেন মাত্র আট বছর বয়সে স্থানীয় একটি ক্লাবের হয়ে১৫ বছর বয়সে ব্রাজিলের সাও পাওলো ক্লাবের সঙ্গে তাঁর প্রথম চুক্তি হয়৷ আর সেসময়ই তিনি সিদ্ধান্ত নেন ফুটবলার হওয়ার৷ তবে তাঁর সে স্বপ্ন ভেঙে যাচ্ছিল মাত্র ১৮ বছর বয়সে৷ সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে তিনি মেরুদন্ডে সেসময় আঘাত পান৷ এই আঘাত এমনই ছিল যে, অনেকে ভেবেছিলেন তিনি পঙ্গু হয়ে যাবেন৷ তবে সে অবস্থা থেকে তিনি ফিরে আসেন৷

১০ নাম্বার জার্সি

ব্রাজিল জাতীয় দলে কাকার অভিষেক হয় ২০০২ সালে বলিভিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। ২০০৫ সালের কনফেডারেশন কাপে তিনি প্রতিটি ম্যাচেই খেলার সুযোগ পান এবং ফাইনালে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারানো ম্যাচে ১টি গোলও করেন।। ২০০৯ সালের কনফেডারেশন কাপে কাকা ব্রাজিলের ১০ নম্বর জার্সি পান। সেই টুর্নামেন্টের ফাইনালে যুক্তরাষ্ট্রেকে ৩-২ গোলে হারানো ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হন কাকা এবং টুর্নামেন্টের সেরাও হন তিনি। ২০১০ বিশ্বকাপে কাকা আসেন পাদপ্রদীপের আলোয় থাকা সেরা তিন খেলোয়াড়ের একজন হিসেবে। কিন্তু টুর্নামেন্টে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার পুরস্কার পেয়েও লাভ হয়নি, ব্রাজিল ছিটকে পড়ে কোয়ার্টার ফাইনালেই। ব্রাজিলের হয়ে ৯২টি ম্যাচে অংশ নিয়ে কাকা ২৯টি গোল করেন এই রাজপূত্র

ইউরোপে কাকা

২০০৩ সালে ইউরোপের এসি মিলানে যোগ দেন কাকা। প্রথম মৌসুমে সিরি এ আর উয়েফা সুপার কাপ জেতেন, কিন্তু ইন্টারকন্টিনেন্টাল কাপ আর ইতালিয়ান সুপারকোপাতে রানার্স আপ হন। তবে মিলানের হয়ে কাকা একটা বড় দুঃখ পান ২০০৫ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। ৩-০ গোলে এগিয়ে থেকেও হারতে হয় ম্যাচটি। চ্যাম্পিয়ন্স লিগ না জেতার দুঃখ তিনি ভুলে যান ২০০৬-০৭ মৌসুমে।

স্পেন, রিয়াল মাদ্রিদ এবং কাকা

ম্যানচেস্টার সিটি কাকার জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে চায়। কাকা জানান, তিনি ক্লাব পাল্টাতে আগ্রহী নন। তবে পরবর্তীতে বলেন, “আমি ততক্ষণ পর্যন্ত দল ছাড়তে আগ্রহী নই যতক্ষণ পর্যন্ত মিলান আমাকে রাখতে চাইবে। তবে যদি মিলান আমাকে বিক্রি করতে চায়, সম্ভব হবে সেক্ষেত্রে।” মিলানের সমর্থকেরা ক্লাবের হেড কোয়ার্টারের বাইরে আন্দোলন করতে থাকে এবং এক পর্যায়ে কাকার বাসার বাইরে গিয়ে পৌঁছে। কাকা জানালা দিয়ে তাদের আশ্বস্ত করেন যে, তিনি মিলানেই আছেন। পরের মৌসুমে রিয়াল মাদ্রিদ ৬৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে কাকাকে কিনে নেয়। ক্লাবকে বাঁচানোর জন্য সেই মূহুর্তে টাকার প্রয়োজন ছিল তাই বিক্রি করেছেন কাকাকে। রিয়াল মাদ্রিদের কাকার ক্যারিয়ারটা খুব ভালোভাবে কাটেনি। ইনজুরি তাকে বেশ ভুগিয়েছে। দলের হয়ে মাত্র ১টি লা লিগা, ১টি কোপা দেল রে আর ১টি স্প্যানিশ সুপার কাপ জিতান কাকা।

মিলান

পরে ২০১৩ সালে আবার এসি মিলানে ফিরে আসেন কাকা। তবে সুখর হয়নি, একটি মৌসুম খেলে ৩৭ ম্যাচে তিনি করেন ৭টি গোল। এর পরেই কাকা চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রের MLS (Major league soccer) দলে। সেখানে তিনি MLS এর ইতিহাসের সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড়ে পরিণত হন। মাঝে ১টি মৌসুম সাও পাওলোতে ধারে খেললেও অরল্যান্ডো সিটিতেই ক্যারিয়ার শেষ করেন কাকা।