আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কেরালা রাজ্যে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট ১৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের পরপরই রাজ্যের সব জেলায় জারি করা হয় সতর্কতা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
কেরালা রাজ্য স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ নিশ্চিত করেন যে, ত্রিভেনড্রাম (বর্তমানে তিরুবনন্তপুরম) জেলায় জিকা ভাইরাসটিতে আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের অধিকাংশই স্বাস্থ্যকর্মী।
বিবৃতিতে বীনা জর্জ জানান, জিকা ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয় ২৪ বছর বয়সী এক গর্ভবতী নারীর নধ্যে। নারীটি পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুর সীমান্তবর্তী একটি শহরের বাসিন্দা।
জানা যায়, গত ২৮ জুন নারীটি জ্বর, মাথাব্যথা এবং চর্মরোগ নিয়ে কেরালার রাজধানী শহর ত্রিভেনড্রামের একটি হাসপাতালে ভর্তি হন। বুুধবার একটি সন্তানেরও জন্ম দিয়েছেন তিনি। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ডেলিভারিও নরমাল হয়েছে। রাজ্যের বাইরে নারীটির ভ্রমণ করার ইতিহাস নেই।
কেরালার স্বাস্থ্য সচিব ড. রাজন খোবরগাদে জানান, জিকা ভাইরাস সম্পর্কে স্থানীয় মানুষকে সতর্ক করা এবং শক্তিশালী নজরদারির জন্য কেরালা রাজ্য সরকার প্রাদুর্ভাব অঞ্চলে দল পাঠিয়েছে।