চরকির ঘূর্ণনে ১২ জুলাই আসছে মরীচিকা

0

ট্রেলার মুক্তির পর সকলের চোখ কপালে ওঠে। সাসপেন্স, থ্রিলের জমাট আবহে আগ্রহের পারদ বাড়ে তরতর করে। তা আরও উত্তেজনা বাড়ায়, নির্মাতা শিহাব শাহীনের বক্তব্যে। সিনেমাটিক ঢংয়ে বলেন- এ তো কেবল ট্রেলার, পিকচার এখনও বাকী!
বলা হচ্ছিলো মুক্তির অপেক্ষায় থাকা বাংলাদেশি ওয়েব সিরিজ ‘মরীচিকা’র কথা। ১২ জুলাই ওয়েব প্ল্যাটফর্ম ‘চরকি’-তে অবমুক্ত করা হবে ওয়েব সিরিজটি। ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিরও পথচলা শুরু হবে মরীচিকা দিয়ে।
শুরু থেকে দর্শকের আগ্রহের কেন্দ্রে এটি। প্রথমত এর গল্প। গল্প আবর্তিত হয়েছে একজন হোঁচট খাওয়া পুলিশ অফিসার, একজন অপরাধীর অন্ধকার জগৎ আর একজন নারীর ঘুরে দাঁড়ানো নিয়ে। ধারণা করা হচ্ছে, ২০০২ সালে তৎকালীন মডেল তিন্নি হত্যাকান্ড নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি। যদিও শিহাব শাহীন সেটি খোলাসা করেননি। বলেছেন, মুক্তির পর দর্শকরাই বুঝতে পারবে।
ওয়েব সিরিজটি নিয়ে আগ্রহের আরেকটি কারণ এর কাস্টিং। আফরান নিশো, মাহিয়া মাহি, জোভান, সিয়ামের মতো এই প্রজন্মের হাটথ্রবরা ছাড়াও আছেন নাজনীন চুমকি, আব্দুল্লাহ রানা, শিমুল খানেরা। নতুন পুরাতন মিলিয়ে জমাটি লাইন আপ নিয়ে ১২ জুলাই ধামাকা দিতে আসছে ৮ পর্বের মরীচিকা।