বিদেশি সেনা সম্পূর্ণ প্রত্যাহার হওয়ার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার বিষয়ে টেলিফোনে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
তুরস্কের আনাদোলু এজেন্সি এক সংবাদে জানায়, কাবুলের ‘হামিদ কারজাই’ আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের সঙ্গে আফগানিস্তানের যোগাযোগের ‘একমাত্র জানালা’ বলে টেলিফোনে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন।
তারা আরো বলেন, আফগানিস্তানের শান্তি, নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিতের লক্ষ্যে বিমানবন্দরটির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
প্রসঙ্গত, আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার কাজে এই বন্দরে তুর্কি সেনা মোতায়েন থাকবে জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট।