হারারে টেস্টে বিশাল জয় টাইগারদের

0

হারারেতে একমাত্র টেস্টে জিতলো বাংলাদেশ। বিজয়ীর বেশে শেষবার সাদা মঞ্চ ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রায় দেড় বছর বাদে টেস্টে ফিরে জয়ের হাসি হেসে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের জয়ের মঞ্চ প্রায় প্রস্তুত ছিল চতুর্থ দিনেই। মাহমুদউল্লাহকে দেওয়া সতীর্থদের গার্ড অব অনারে শুরু হয় পঞ্চম দিনের খেলা। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও নিশ্চিত হয়ে গেল, টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন মাহমুদউল্লাহ।

দিনের শুরুতে সাফল্য পেতে দেরি হলেও তাসকিন ও মিরাজ প্রশস্ত করেন বড় জয়ের পথ। দুইজনের ঝুলিতে ৪টি করে শিকার। দু’জনের বোলিং তোপে স্বাগতিকরা গুটায় ২৫৬ রানে, বাংলাদেশ পায় ২২০ রানের বিশাল ব্যবধানে জয়।

বিদেশের মাটিতে আরও একটি জয়ের দেখা পেল বাংলাদেশ। প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ ও দ্বিতীয় ইনিংসে সাদমান-শান্ত’র সেঞ্চুরিতে ম্যাচে তিন শতকের দেখা পায় টাইগাররা।

প্রথম ইনিংসে মাহমুদউল্লাহর ১৫০ ও তাসকিনের ক্যারিয়ার সেরা ৭৫ রানে ভর দিয়ে বাংলাদেশ করে ৪৬৮ রান। জবাবে জিম্বাবুয়ে থামে ২৭৬ রানে। দ্বিতীয় ইনিংসে সাদমানের ১১৫ ও শান্ত’র ১১৭ রানে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৪৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ে অল আউট হয় ২৫৬ রানে।