বহুল বিতর্কিত দক্ষিণ চীন সাগরের চীনের দখলকৃত জলসীমায় প্রবেশের পর চীনের একটি নৌবহর আরেকটি মার্কিন রণতরীকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে বেইজিং।
চীনের দাবি করেছে পারাসেল দ্বীপপুঞ্জের পাশে চীনের জলসীমায় অনুপ্রবেশ করার পর ‘ইউএসএস বেনফোল্ড’ নামের একটি মার্কিন রণতরীকে চীনের নৌবহর তাড়া করে সরিয়ে দিয়েছে।
বিষয়টির ব্যাপারে চীনের সেনাবাহিনী ‘পিপলস লিবারেশন আর্মি’র সাদার্ন থিয়েটার কমান্ড জানায়, দক্ষিণ চীন সাগরে অনুপ্রবেশ করার মাধ্যমে চীনের সার্বভৌমত্বে আঘাত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন ধরণের আগ্রাসী কার্মকান্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন।
এই ঘটনা নিয়ে পাল্টা বিবৃতিও এসেছে মার্কিন নৌসেনার সপ্তম নৌবহরের পক্ষ থেকে। তারা জানায়, পারাসেল দ্বীপপুঞ্জের পাশে আন্তর্জাতিক আইন ও সমুদ্রে চলাচলের অধিকার অনুসারে মার্কিন রণতরীটি নিয়মিত টহল দিচ্ছিল। সমু্দ্রের আন্তর্জাতিক জলসীমায় চলাচলের স্বাধীনতা বজায় রাখা হবে। ভবিষ্যতেও মার্কিনদের পক্ষ থেকে এমন অভিযান চলবে।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে থাকা বেশ কয়েকটি দ্বীপ নিয়ে পারাসেল দ্বীপপুঞ্জ গঠিত হয়েছে। খনিজ পদার্থ সমৃদ্ধ এই এলাকাকে সবসময় নিজের বলে দাবি করে চীন। একইসাথে ওই অঞ্চলের মালিকানা দাবি করে আসছে ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইওয়ান, ফিলিপাইনসহ আশেপাশের বেশ কয়েকটি দেশ।