টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস্টোফার হেনরি গেইল। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের বড়ো বিজ্ঞাপন। সেই তার ব্যাটে রান নেই বহুদিন। গেইল এর পর দল ছাড়েন। আবার ফিরে আসেন।
জমছিল না। স্বভাবসুলভ মারকাটারি গেইলকে দেখতে না পেয়ে হতাশা চাপে সবার মনে। নিজেও অস্বস্তিতে ভোগেননি? অস্বস্তির আগুনে পানি ঢাললেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। খেললেন ৬৭ রানের ইনিংস। ৩৮ বলে ৭ ছয় ও ৪ চারে ৬৭ রানের পথে দুই রকম গেইলকে দেখা গেছে।
প্রথমে শান্তশিষ্ট। ২৮ বল পর্যন্ত রান ৩২। অ্যাডাম জাম্পা বোলিংয়ে এলেন। টানা তিন ছয়ে শাসানো শুরু, পরের ওভারে রাইলি মেরেদিথকে মারলেন আরও দুটি। গেইল বিদায় নিলেও জয়ের পথ সহজ করে যান।
শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে ১৪১ রানে থামে অজিদের ইনিংস। অ্যারন ফিঞ্চ ধীরগতির ব্যাটিংয়ে ৩১ রান করেন ৩০ বলে। অজি মিডল অর্ডার ব্যর্থ হলে হেনরিকসের ৩৩, অ্যাশটন টার্নারের ২৪ রানে ভর দিয়ে ১৪১ এ থামে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে গেইলের খুনে ব্যাটিংয়ে মাত্র ১৪.৫ বলে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। জিতে নেয় সিরিজ।
অস্ট্রেলিয়াকে দুমড়ে মুচড়ে দেওয়া আগুনে ইনিংস খেলার পথে গেইল পূর্ণ করেন স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের ১৪ হাজার রান। এমন গেইলকে দেখেই তো অভ্যস্ত ভক্তরা। ইউনিভার্স বসও তাই নিরাশ করেননি এই বেলা।