ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। নিজের জন্য ছাড়াও প্রতি বছর এফডিসিতে সহ-শিল্পীদের জন্য গরু কোরবানি দেন পরী। ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছর এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেওয়ার কথা জানান তিনি।
এফডিসিকে নিজের পরিবার মনে করেন স্বপ্নজাল ছবির নায়িকা। কয়েক বছর ধরে নিয়মিত কোরবানি দিচ্ছেন বাংলা চলচ্চিত্রের মহামঞ্চে। প্রথমবার একটি গরু দিলেও, পরেবার দুটি, এর পর তিনটি, ২০২০ সালে কোরবানি দেন পাঁচটি গরু। এই বছর দেবেন ছয়টি।
এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘এফডিসি আমার পরিবার। যতদিন সামর্থ্য আছে, পরিবারের সদস্যদের জন্য কোরবানি দিয়ে যাবো। পাঁচ বছর ধরে এখানে কোরবানি দিচ্ছি। এবার নিয়ে ছয় বছর, তাই ছয়টি গরু কোরবানি। প্রতি বছর একটি করে সংখ্যা বাড়বে ইন শা আল্লাহ।’
সব সময় আলোচনায় থাকা নায়িকা পরীমণি বাংলাদেশের একমাত্র তারকা হিসেবে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পান। পরী অভিনীত সর্বশেষ ছবি ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পায় গত বছর ডিসেম্বরে। সম্প্রতি শ্যুটিং শেষ করলেন সরকারি অনুদানে নির্মিত ছবি ‘মুখোশ’- এর।