পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে শতাধিক মানুষের সঙ্গে পাকিস্তান সীমান্তরক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সীমান্ত দিয়ে আফগানিস্তানে চেষ্টা করা অবস্থায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। বেলুচিস্তানে তালেবানের অনেক সমর্থক অবস্থান করায় আফগানিস্তানের তালেবানদের সহায়তা করতে নানা সময়ে দেশটিতে আসা-যাওয়া করে প্রদেশের বিভিন্ন নাগরিক।
বৃহস্পতিবার চামান শহরের দক্ষিণ-পশ্চিম সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। উল্লেখ্য, গত বুধবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের স্পিন বোল্ডাক ক্রসিং দখলের দাবি করেছিল তালেবান গোষ্ঠী।
দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ‘আজ সকালে ৪০০ জনের মতো মানুষ জোর করে সীমান্ত পার হতে চাইলে আমরা বাঁধা দিই। এতে তারা আমাদের দিকে পাথর নিক্ষেপ করে। ফলে আমাদের টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হতে হয়।
আরেক কর্মকর্তা জানান, সীমান্ত হওয়ার সময় নিষেধ করলে তারা অবাধ্য হয়ে ওঠে। একসময়ে নিরাপত্তা কর্মীরা তাদের লাঠিপেটা করতে বাধ্য হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে।














