কোভিড আক্রান্ত হলেন একাত্তরের কণ্ঠ যোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর। তিন দিন আগে করোনা রিপোর্ট পজিটিভ আসে গুণী এই শিল্পীর। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয় তাকে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
ষাটের দশক থেকে গণসংগীতের সাথে যুক্ত ফকির আলমগীর ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শামিল হন৷ সেই সময় তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে ফকির আলমগীর পাশ্চাত্য সংগীতের সঙ্গে মা ও মাটির মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে অগ্রণী ভূমিকা রাখেন ৭১ বছর বয়সী এই সর্বজন প্রিয় শিল্পী।
আশির দশকে বিটিভিতে তাঁর গাওয়া ‘ও সখিনা’ গানটি এখনও তুমুল জনপ্রিয়। ফকির আলমগীর সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। এছাড়া গণসংগীত চর্চার আরেক সংগঠন গণসংগীত শিল্পী পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
বাংলা গণসংগীতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ফকির আলমগীরকে একুশে পদকের সম্মাননায় ভূষিত করা হয়। ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।