কে কোন গ্রুপে থাকছে, ঘোষণা দিল আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ কে সামনে রেখে ভাগ করা হলো গ্রুপগুলো। সুপার ১২ তে উঠার লড়াইয়ে আট দল নিয়ে হবে প্রথম পর্ব। দুই গ্রুপের শীর্ষ চার দল আর আগে থেকে কোয়ালিফাইড আট দল নিয়ে হবে শিরোপার চূড়ান্ত লড়াই।
আট দলের অঘোষিত বাছাই পর্বের গ্রুপ এ’তে শ্রীলঙ্কার সঙ্গে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। বি গ্রুপে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও সহ স্বাগতিক ওমানের বিপক্ষে। এ গ্রুপের বিজয়ী এবং বি গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে সুপার ১২-র প্রথম গ্রুপে। গ্রুপ বি-র বিজয়ী এবং গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে থাকা দল প্রতিদ্বন্দিতা করবে দ্বিতীয় গ্রুপে।
আগে থেকেই থাকা আট দলকে ভাগ করা হয়েছে দু’টো গ্রুপে। প্রথম গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় গ্রুপে ভারত, পাকিস্তান এক সাথে। বাকী দুই দল নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
দ্বিতীয় গ্রুপে ভারত-পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দিতা দেখার সুযোগ পাবে ক্রিকেট ভক্তরা। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায় যে সুযোগ থেকে বঞ্চিত আছে দুই হেভিওয়েটের দর্শকরা। বিশ্বকাপের উত্তপ্ত মঞ্চে সেই আক্ষেপ মুছতে চললো।