ডন হার্নান: মেসির সব গোলের হিসাব লিখেন শতবর্ষী ভক্ত

0
ডন হার্নান মেসির সব গোলের হিসাব লিখেন শতবর্ষী ভক্ত

মেসি বার্সেলোনায় থাকছেন, সেই খবর নিশ্চিত হয়ে গেছে। অর্ধেক বেতন, তবু প্রিয় নীল মেরুন তাঁবু ছেড়ে কোথাও যাচ্ছেন না ‘ক্লাবের মেসি’ অপবাদ ঘোচানো ক্ষুদে জাদুকর। জাদুকরের প্রিয় দলে থাকার খবরে সবাই যেমন উচ্ছ্বসিত, মেসিও তেমনি উদ্ভাসিত এক ক্ষ্যাপাটে ভক্তের সন্ধান পেয়ে।

ভদ্রলোকের নাম ডন হার্নান। গত সোমবার পৃথিবীর বুকে বিচরণের সেঞ্চুরি পূর্ণ করলেন। বয়সের খাতায় কাটায় কাটায় ১০০ ছোঁয়া লোকটি মেসির পাঁড় ভক্তদের একজন। একজন বললে ভুল হবে, অন্যদের ড্রিবল করে এগিয়ে থাকবেন তিনি। তথ্যপ্রযুক্তির যুগে মেসির কয় গোল, তার হিসাব মূহুর্তে পাওয়া যায়।

হার্নান তো আলাদা। মেসির সব গোল টুকে রাখেন খাতায়। আর্জেন্টিনা ও বার্সার জার্সিতে মেসি কবে, কোন ম্যাচে, কোন মাঠে, কত গোল করেছেন লিপিবদ্ধ করেন। হার্নানের নাতি হুলিয়ান মাস্ত্রাঙ্গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন দাদার অভিনব ভালোবাসার গল্প।

বলেন, ‘প্রযুক্তি সমন্ধে দাদার ধারণা নেই। তিনি ফোন, কম্পিউটার কিংবা ইন্টারনেট ব্যবহার করেন না। খাতায় মেসির প্রতিটি গোল টুকে রাখেন। ম্যাচ মিস হয়ে গেলে আমার কাছ থেকে খোঁজখবর নিয়ে লিখেন।’

বুড়ো ভক্তের এমন পাগলামি পৌঁছেছে লিও মেসির কানেও। ভিডিয়ো বার্তা পাঠান হার্নানের উদ্দেশ্যে। মেসিকে বলতে শোনা যায়, ‘কেমন আছেন হার্নান? আপনার গল্পটা জানতে পারলাম। যেভাবে আমার গোলের হিসাব রাখছেন, শুনে খুব অবাক হয়েছি। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা। আশা করি আমাদের দেখা হবে।’

এমন ভক্ত পেলে কে না চাইবে সবুজ গালিচায় চর্মগোলক পায়ে নিজেকে উজাড় করে দিতে!