সহজ জয় বাংলাদেশের

0
সহজ জয় বাংলাদেশের

প্রত্যাশিত জয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। আগে ব্যাট করতে নেমে টপাটপ উইকেট হারালেও লিটন দাসের সেঞ্চুরি এবং শেষদিকে আফিফের ঝড় ও মিরাজের ক্যামিওতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। বল হাতে পরের কাজ সারেন সাকিব আল হাসান। ঝুলিতে পুরেন ৫ শিকার।

রান তাড়া করতে নেমে টাইগার পেস আক্রমণের সামনে ছত্রভঙ্গ হয়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ৪ রানে সাইফউদ্দিনের বলেশূন্য রানে ফিরে যান মারুমানাই। ১৩ রানে ওয়েসলি মাধভেরেকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটান তাসকিন। পরের অংশে অধিনায়ক ব্রেন্ডন টেইলর ও অভিষিক্ত ডিওন মায়ার্স চেষ্টা করেন হাল ধরার। ১৮ রান করা মেয়ার্সকে ফিরিয়ে দেন শরীফুল। তিন পেসারের ঝড়ের পর আবির্ভাব সাকিবের।

ব্যাট হাতে ব্যর্থ সাকিব জিম্বাবুয়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান টেইলরকে তাসকিনের তালুবন্দি করান। এই উইকেটের ফলে মাশরাফিকে ছাড়িয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হন সাকিব।

১০৫ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা জিম্বাবুয়ের পক্ষে বৃথা চেষ্টা করেন চাকাভা। একদিকে নিয়মিত বিরতিতে সতীর্থদের আসা যাওয়া, অন্য দিকে ৪৭ বলে ফিফটি তুলে প্রতিরোধের চেষ্টা করেন চাকাভা। কিন্তু দিনটি যে সাকিবের। চাকাভাকে ফিরিয়ে ম্যাচের পুরো লাগাম বাংলাদেশের পক্ষে টানেন।

২৮.৫ ওভারে মাত্র ১২১ রানে থামে জিম্বাবুয়ে। বাংলাদেশ পায় ১৫৫ রানের জয়। ৯.৫ ওভারে ৩০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন সাকিব। তার ক্যারিয়ারের এটি তৃতীয় ফাইফার। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।