বহুদিন পর্দার বাইরে রবার্ট ডাউনি জুনিয়র। ২০২০ সালের জানুয়ারিতে মাসে ডু লিটল ছবিতে সর্বশেষ পর্দায় দেখা যায় আয়রন ম্যানকে। ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। সেই হিসেবে ২০১৯ সালে অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ মুভি এন্ড গেমই বিখ্যাত এই হলিউড তারকার সফল হওয়া আখেরি মুভি।
ভক্তদের অপেক্ষার ঘড়ি থামিয়ে ফের আসছেন তিনি। তবে এবার সুপার হিরোর অবতারে নয়, আসতে চলেছেন খল চরিত্রে! প্রথমবারের মতো ছোটপর্দায় অভিনয় করতে যাচ্ছেন ‘দ্য সিম্প্যাথাইজার’-এ। এটি অবশ্য সিনেমা নয়, এইচবিও চ্যানেলের নতুন টিভি সিরিজ।
ভিয়েৎ থান এঙগুয়েনের লেখা পুলিৎজারজয়ী উপন্যাস ‘দ্য সিম্প্যাথাইজার’ অবলম্বনে সিরিজটি নির্মাণ করছেন ‘ওল্ড বয়’ খ্যাত কোরিয়ান পরিচালক পার্ক চ্যাং উক। দুরন্ত স্পাই থ্রিলারের অপেক্ষায় রয়েছে ভক্তরা।
এইচবিও’র নতুন সিরিজটিতে মূল ভিলেন হিসেবে আলাদা তিনটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রকে। ক্যালিফোর্নিয়ায় বাস করা রাজনীতিবিদ, আমেরিকার গুপ্তচর সংস্থা ‘সিআইএ’-এর ফিল্ড অফিসার এবং একজন ছবি নির্মাতা হিসেবে টনি স্টার্ককে দেখবে দর্শক।