নেভি সিলে প্রথমবারের মতো নারী নিয়োগ

0

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এলিট ফোর্সে যুক্ত হচ্ছে একজন নারী সদস্য। এর পূর্বে মার্কিন নৌবাহিনীর নেভি সিল বা এলিট ফোর্সে কোনো নারী সদস্য ছিল না। বহুদিন চলে আসা এ ধারা ভেঙ্গে এবার যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এ ইউনিটে যুক্ত হতে যাচ্ছেন এক নারী। অবশ্য পেন্টাগনের নিয়ম অনুসারে নারীটির পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা যায়, সম্প্রতি নিয়োগকৃত নারীটি স্পেশাল ওয়ারফেয়ার কমব্যাট্যান্ট ক্রাফট ক্রুমেন (এসডব্লিউসিসি) নামের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। ৩৭ সপ্তাহের কঠোর গেরিলা ট্রেনিংয়ে পাশ করায় তিনি এখন থেকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গোপন ও উচ্চ ঝুঁকির অভিযানগুলোয় অংশ নিতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এলিট ফোর্সে নারীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও গত কয়েক বছর যাবৎ বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারেনি কোনো নারী৷ তাই এতদিন কোনো নারী সদস্য ছিলো না এই দলে। এবারই প্রথম কোনো নারী তা করতে পেরেছেন।