ইরানে পানির জন্য হাহাকার, প্রাণ হারালেন বিক্ষোভকারী

0

খরাপীড়িত ইরানে পানির অভাবে গত কয়েকদিন যাবৎ বিক্ষোভ চলছে। এ বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গুলিতে মৃত ব্যক্তিকে ‘সুযোগ সন্ধানী এবং দাঙ্গাকারী’ বলে উল্লেখ করেছে।

আরব নিউজ সূত্রে জানা গেছে, গত মার্চ থেকে খরায় পুড়ে ইরানের প্রধান তেল উৎপাদনকারী দক্ষিণপশ্চিমাঞ্চল খুজিস্তান প্রদেশে তীব্র সংকট চলছে। অনেকদিন ধরেই কষ্টে ভুগছেন সেখানকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। তীব্র খরায় দেখা দিয়েছে পানিসংকট।

জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ পানির জন্য হাহাকার রূপ নেয় তীব্র বিক্ষোভে। প্রদেশের শাদেগান অঞ্চলে এমনই এক বিক্ষোভে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন এক তরুণ। বিক্ষোভ থেকে আরও কয়েক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিগত পুরো দশকেই তীব্র খরায় ভুগছে ইরান। বিশেষ করে খুজিস্তান প্রদেশে। দেশটির রাষ্ট্রপতি হাসান রুহানি বলেছেন, ‘অঞ্চলটিতে গড় বৃষ্টিপাত কমেছে ৫২ শতাংশ। ফলে সৃষ্ট এই অভূতপূর্ব খরা আমাদের ভোগাচ্ছে।’