মালয়েশিয়ায় উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জেনাথন ইয়াসিন বলেছেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ দিলেই সংশ্লিষ্ট নিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার। এক সরকারী বিবৃতি প্রদান করে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, চলতি বছর সব মিলিয়ে সাবাহ ইমিগ্রেশন বিভাগ ৬০১টি অভিযান চালায়। এর মধ্যে অবৈধ নিয়োগে যুক্ত থাকায় ৩৪ জন নিয়োগকারীকে অভিযুক্ত করা হয়েছে; ১০৬১ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৭৩৯ জনকে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে।
এ যৌথ অভিযানে অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষার দিকটি লক্ষ রেখে সন্দেহযুক্ত নিয়োগকারীদের পাশাপাশি অবৈধ অভিবাসীদের মালেশিয়ায় আনার সিন্ডিকেটগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়।
জেনাথন ইয়াসিন জানিয়েছেন, মালয়েশিয়ান আইন ও নিয়ম মেনে চলে কোনোরূপ আপস ছাড়াই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বিভাগের উপসহকারী পরিচালক (প্রয়োগকারী) রোমেল মোকোকো রোডলফো সম্প্রতি ৬৭ ইমিগ্রেশন অফিসার, ২৭ জন পিপলস ভলান্টিয়ার কর্পস (রেলা) এবং সিভিল ডিফেন্সের চারজন কর্মী নিয়ে একটি যৌথ অভিযানে নামা হয়। ১৬ জুলাই শনিবার থেকে শুরু হয় দুই দিনের এই অভিযান। এতে ১৭৩ জন নিয়োগকর্তার মধ্যে অভিযুক্ত ৬৫ জনকে সতর্ক করা হয়েছে।