ক্রিকেট অস্ট্রেলিয়ার নানান শর্ত

0
ক্রিকেট অস্ট্রেলিয়ার নানান শর্ত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৮ জুলাই ঢাকা আসবে অস্ট্রেলিয়া। বড়ো দল, বড়ো সিরিজ, বেশি কিছু শেখার সুযোগ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা বাংলাদেশের জন্য ভীষণ প্রয়োজন। অজিদের আতিথ্য দিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর আগে একবার বাংলাদেশে সিরিজ খেলতে আসার আগে নিরাপত্তাজনিত কারণে বেঁকে বসেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ঠিক বেঁকে না বসলেও করোনার দোহাই দিয়ে শর্ত জুড়ে দিল আসার আগে। খেলোয়াড় থেকে অজি টিমের স্টাফ পর্যন্ত, সবার থাকার জন্য বুক করা লাগবে গোটা একটি হোটেল। রাখতে হবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা। বিমানবন্দরে নেমে ফরমালিটি পূরণে কালক্ষেপণ না করে সরাসরি উঠবে বাসে।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলছেন, ‘ওরা বড়ো দল। সিরিজে তিন ম্যাচ খেলার কথা ছিল। এখন পাঁচটি তো আমাদের অনুরোধেই খেলবে। ওদের সুবিধাগুলো আমাদের দেখতে হবে’।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাখা হতে পারে অজিদের। কথা চলছে এভারকেয়ার হসপিটাল ও সিএমএইচে। ইমিগ্রেশনের ব্যাপারে কথা বলতে গিয়ে বিসিবির এক কর্মকতা বলেন, ‘হযরত শাহজালাল বিমানবন্দরে ১৪টা এজেন্সী কাজ করে। সবার অনুমতি নেওয়া লাগবে। আমলাতান্ত্রিক ঝামেলা আছে’।

এত শর্ত পূরণে হিমশিম খেলেও হাসিমুখে মেনে নিয়েছে বিসিবি। টাইগাররা মাঠের খেলায় জিততে পারলে চওড়া হবে হাসিমুখ, অলক্ষ্যে চূর্ণ করা যাবে অজিদের অহংবোধ।