করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন- বিএফডিসিতে এই বছর পশু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে। এফডিসির সহকারি পরিচালক আমিনুল করিম খান নিশ্চিত করেন বিষয়টি।
অস্বচ্ছল শিল্পীদের কথা মাথায় রেখে সামর্থবান শিল্পীদের এফডিসিতে কোরবানি দেওয়ার রীতি বেশ পুরনো। নায়ক রাজ রাজ্জাক, মহানায়ক মান্নাদের সেই রেওয়াজ ধরে রাখেন হালের পরীমণিরা। ২০১৬ থেকে এফডিসিতে একাধিক গরু কোরবানি দেন পরীমণি।
এফডিসিতে বিভিন্ন শুটিং ফ্লোরের দেয়াল, প্রশাসনিক ভবন, ক্যান্টিন চত্বরে ঝুলছে নোটিশ। যাতে লেখা, এফডিসির অভ্যন্তরে কোরবানি দেওয়া যাবে না।
কোরবানি করলে বিভিন্ন স্থানে নোংরা আবর্জনা হয়ে যায়। দুর্গন্ধ ছড়ায়। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়েছে যাতে এফডিসির ভেতরে কোরবানি দেওয়া না হয়।














