সালমান খানের বয়স ৫৫ পেরিয়েছে। দীর্ঘ সময়ে তাকে যে প্রশ্নের সম্মুখীন সবচেয়ে বেশিবার হতে হয়েছে, সেটি সবার জানা। কেনো বিয়ে করছেন না তিনি, তা নিয়ে মাথাব্যথার অন্ত নেই ভক্তকূলের। করবেন, সেই নিশ্চয়তাও নেই।
এই প্রশ্নে ভাইজান কখনও রাগেন না। এবার রাগলেন। গুঞ্জন উঠেছে, ‘সালমান খান বিবাহিত। আছে ১৭ বছরের সন্তান। পরিবারকে লুকিয়ে রেখেছেন দুবাইতে’। এতেই বেজায় চটলেন সাল্লুভাই।
গত ২১ জুলাই এভাই আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এর একটি পর্বে অংশ নেন সালমান। সেখানে সোশ্যাল মিডিয়ায় করা একজনের মন্তব্য পড়ে শোনান আরবাজ খান।
মন্তব্যটি ছিল এমন – ‘কোথায় লুকিয়ে আছো? লোকে জানে, দুবাইতে তোমার স্ত্রী ও ১৭ বছরের সন্তান আছে। ভারতের মানুষকে আর কত দিন মুর্খ বানিয়ে রাখবে’?
তখন এক প্রকার রেগে গিয়ে সালমান খান বলেন, ‘আমার কোনো স্ত্রী নেই। আমি এইসব লোকজনের প্রশ্নের জবাব দিতে চাই না’।