আফগানিস্তানে ন্যাটোর পক্ষে তুরস্কের সামরিক বাহিনীর উপস্থিতিকে দখলদারিত্ব হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে তালেবান। তালেবানের কাতার দফতরের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা মোল্লা খয়েরুল্লাহ খয়েরখা জানিয়েছেন, যদিও তুরস্ক মুসলিম দেশ, তা সত্ত্বেও তাদের দেশের সেনা উপস্থিতিকে আফগানিস্তানে দখলদারিত্ব মনে করা হবে।
মোল্লা খয়েরুল্লাহ খয়েরখা আরো বলেন, “ন্যাটোর অধীনে যে দেশের সেনাই থাকুক না কেন, হোক তারা মুসলিম, যে দেশ কাবুল সরকারের সমর্থনে আফগানিস্তানের ভূখণ্ডে তাদের দেশের সেনা মোতায়েন রাখবে তাদেরকেই দখলদার বিবেচনা করা হবে।”
তিনি জানান, কাতারে স্বাক্ষরিত হওয়া চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনাকে সরিয়ে ফেলতে হবে। ন্যাটোর অধীনে আফগানিস্তানে উপস্থিত থাকা সকল বিদেশি সেনা এই চুক্তির আওতায় পড়বে।